ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাখ্যা দিলো

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১০:৪৯:৫৯
ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাখ্যা দিলো

নিজস্ব প্রতিবেদক : ভারত জানিয়েছে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে সীমান্ত এলাকা অপরাধমুক্ত করার জন্য। দিল্লি মনে করে যে, সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা।

ভারতীয় প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,৯৬৬.৭ কিলোমিটার, যার মধ্যে ৩,২৩২.২১৮ কিলোমিটার বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে। বেড়া স্থাপনের মাধ্যমে সীমান্তে আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান এবং অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব বলে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বেড়া নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের সঙ্গে সকল প্রটোকল এবং চুক্তি অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে এবং এই বিষয়ে ভারত ইতোমধ্যেই ঢাকা সরকারকে অবহিত করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮ কিলোমিটার এলাকায় এখনো বেড়া নির্মাণ করা হয়নি, এর মধ্যে ১৭৪ কিলোমিটার এলাকাতে জমি অধিগ্রহণ সমস্যা এবং জলাভূমি থাকার কারণে বেড়া নির্মাণ সম্ভব নয়।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে