ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এক নজরে ৬৮ কোম্পানির ৬ মাসের ইপিএস

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১০:৩৭:১৩
এক নজরে ৬৮ কোম্পানির ৬ মাসের ইপিএস

নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর ২০২৪) প্রথম ৬ মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৮ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এর মধ্যে ৬টি কোম্পানি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। সম্প্রতি তালিকাভুক্ত ১৬৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে ৬৮ কোম্পানির (৪১%) ইপিএস বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।

ইপিএস বৃদ্ধির তথ্য: শার্প ইন্ডাস্ট্রিজ: ১৩৬৭% বৃদ্ধি (ইপিএস বেড়ে ০.০৩ টাকা থেকে ০.৪৪ টাকা)। জেএমআই সিরিঞ্জ: ১০৪০% বৃদ্ধি (ইপিএস বেড়ে ০.১৫ টাকা থেকে ১.৭১ টাকা)। ইফাদ অটোজ: ৭৩৩% বৃদ্ধি (ইপিএস বেড়ে ০.০৩ টাকা থেকে ০.২৫ টাকা)।

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে কোম্পানিগুলি: খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং এস্কয়্যার নিট কম্পোজিট জিবিবি পাওয়ার লীগ্যাছি ফুটওয়্যার স্টাইলক্রাফট

সবচেয়ে কম ইপিএস বৃদ্ধি: ইনডেক্স অ্যাগ্রো: ০.৪৯% বৃদ্ধি (ইপিএস বেড়ে ২.০৬ টাকা থেকে ২.০৭ টাকা)। রংপুর ফাউন্ড্রি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: ১% করে বৃদ্ধি।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির আর্থিক প্রতিবেদন
কোম্পানির নাম৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৪)৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৩)হ্রাস/বৃদ্ধির হার
শার্প ইন্ডাস্ট্রিজ ০.৪৪ ০.০৩ ১৩৬৭%
জেএমআই সিরিঞ্জ ১.৭১ ০.১৫ ১০৪০%
ইফাদ অটোজ ০.২৫ ০.০৩ ৭৩৩%
ওয়াইম্যাক্স ইলেকট্রোড ০.৪৫ ০.০৯ ৪০০%
মতিন স্পিনিং ২.৬১ ০.৫৮ ৩৫০%
ডমিনেজ স্টিল ০.০৯ ০.০২ ৩৫০%
খান ব্রাদার্স ০.০৭ (০.০৩) ৩৩৩%
ফারইস্ট নিটিং ০.৭৩ (০.৩২) ৩২৮%
এমএল ডাইং ০.১৩ ০.০৪ ২২৫%
ইস্টার্ন লুব্রিকেন্ট ১৭.৫৯ ৫.৪৭ ২২২%
লাভেলো ১.৫২ ০.৫৭ ১৬৭%
আমান কটন ০.১৩ ০.০৫ ১৬০%
এনভয় টেক্সটাইল ৩.৫৮ ১.৪৫ ১৪৭%
শেফার্ড ইন্ডাস্ট্রিজ ০.৩৫ ০.৮০ ১৪৪%
এস্কোয়ার নিট ০.৪০ (১.১০) ১৪০%
এসএস স্টিল ০.০৭ ০.০৩ ১৩৩%
জিবিবি পাওয়ার ০.০৬ (০.৪৭) ১১৩%
লীগ্যাছি ফুটওয়্যার ০.০১ (০.১২) ১০৮%
বীচ হ্যাচারি ২.৭০ ১.৩২ ১০৫%
জিপিএইচ ইস্পাত ০.৬৫ ০.৩২ ১০৩%
স্টাইলক্রাফট ০.০৭ (২.৫৮) ১০৩%
ড্রাগণ সোয়েটার ০.৩৪ ০.১৮ ৮৯%
ইউনিক হোটেল ১.৫৬ ০.৮৭ ৭৯%
কুইন সাউথ ০.১৯ ০.১১ ৭৩%
ফার কেমিক্যাল ০.৩২ ০.২০ ৬০%
অগ্নি সিস্টেমস ০.৯২ ০.৫৮ ৫৯%
এসিআই ফরমূলেশনস ৬.৭৫ ৪.৩৪ ৫৬%
সায়হাম টেক্সটাইল ০.৩৪ ০.২২ ৫৫%
ইউনাইটেড পাওয়ার ১২.১১ ৭.৮৪ ৫৪%
পদ্মা অয়েল ২৫.৪০ ১৬.৫৩ ৫৪%
আলিফ ইন্ডাস্ট্রিজ ১.৫০ ০.৯৮ ৫৩%
খুলনা পাওয়ার ০.০৮ ০.০৪ ৫০%
সায়হাম কটন ০.৫৮ ০.৩৯ ৪৯%
সিমটেক্স ০.৬১ ০.৪৩ ৪২%
আইটি কনসালটেন্টস ১.৯৩ ১.৪২ ৩৬%
কেআন্ডকিউ ১.৬৭ ১.২৪ ৩৫%
শাশা ডেনিমস ১.২০ ০.৮৯ ৩৫%
এমজেএল বিডি ৬.৬৬ ৫.০১ ৩৩%
কনফিডেন্স সিমেন্ট ৬.৬২ ৫.০৩ ৩২%
এপেক্স ফুটওয়্যার ৩.৮৩ ২.৯৫ ৩০%
ইস্টার্ন হাউজিং ৪.১৭ ৩.২৫ ২৮%

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে