ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এই ফটো তোলোস কেন?: আদালতে শাহজাহান ওমর

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১১:৪৫:১২
এই ফটো তোলোস কেন?: আদালতে শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক : শাহজাহান ওমর, ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। তাকে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়েছিল।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা যখন তার ছবি তুলতে চেষ্টা করেন, তখন শাহজাহান ওমর দম্ভ করে প্রশ্ন করেন, "এই ফটো তোলোস কেন?" তার এই মন্তব্য আদালতে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

এছাড়া, আদালতে হাজির হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও। তাদেরও গ্রেপ্তার দেখানোর শুনানি ছিল।

শাহজাহান ওমর আদালতে পৌঁছানোর পর আইনজীবী এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং হাস্যোজ্জলভাবে মামলার বিষয়ে খোঁজখবর নেন। তবে, কাঠগড়ায় তোলার পর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও আছাদুজ্জামান মিয়া বেশ নিরব ছিলেন।

এদিকে, আদালতের শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয় এবং তাদের ৯টা ৪০ মিনিটে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার হন এবং তাকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে