ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় আপত্তির কারণ

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১১:০৫:৪৯
মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় আপত্তির কারণ

নিজস্ব প্রতিবেদক : মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে প্রশাসন কিছু শর্ত জুড়ে দিয়েছে, যা নিয়ে তারা আপত্তি জানাচ্ছে। এই শর্তে বলা হয়েছে, আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীরা বিশ্ব ইজতেমা আয়োজন করতে পারবে, তবে ইজতেমা ও তাবলিগি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রশাসনের এই সিদ্ধান্তকে একপেশে এবং বৈষম্যমূলক বলে মনে করছে মাওলানা সাদ অনুসারীরা।

তাদের দাবি, তারা সরকারের পক্ষ থেকে বৈষম্যমূলক আচরণ চায় না এবং বিষয়টি মুরব্বিদের পরামর্শে সমাধান হবে। তবে, তাবলিগের শূরায়ে নেজামের পক্ষ থেকে বলা হয়েছে, মাওলানা সাদ অনুসারীরা আইনি প্রক্রিয়া শেষ না করা পর্যন্ত তাদের ইজতেমা পরিচালনা করার অধিকার নেই। কারণ, তাদের বিরুদ্ধে তাবলিগের সাথীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ রয়েছে।

এছাড়া, তাবলিগের শূরায়ে নেজামের সংশ্লিষ্ট এক আলেম জানিয়েছেন, মাওলানা সাদ অনুসারীরা বাংলাদেশে শূরায়ে নেজামের সব কার্যক্রমে সমান অংশীদার হতে চাইছে, কিন্তু তাদের নিজের কেন্দ্রে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই বিষয়গুলো মীমাংসা না হওয়া পর্যন্ত তাদের ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করছেন তারা।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে