ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্র প্রতিনিধির পদত্যাগের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১০:৫৫:২৩
ছাত্র প্রতিনিধির পদত্যাগের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি থাকতে পারেন সরকারের ছাত্র প্রতিনিধি। তবে তারা রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করবেন।

বর্তমানে সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন—তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারা ধাপে ধাপে পদত্যাগ করতে পারেন।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, ছাত্রদের মধ্যে এক বা দুজন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে নতুন উপদেষ্টা পরিষদে একজন যোগ দিতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদল আসতে পারে, এবং ছাত্ররা চান সরকারে তাদের একজন প্রতিনিধি থাকুক, তবে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবেন না।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে