ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪%, খাদ্য মূল্যস্ফীতি ১০.৭২%

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১০:০৯:১৭
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪%, খাদ্য মূল্যস্ফীতি ১০.৭২%

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের জানুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি কমে ৯.৯৪% হয়েছে, যা গত বছরের ডিসেম্বরে ছিল ১০.৮৯%। যদিও গড় মূল্যস্ফীতি এক অঙ্কে নেমে এসেছে, খাদ্য মূল্যস্ফীতি ১০.৭২% রয়েছে, যা আগের মাসের ১২.৯২% থেকে কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, এ বছর তা কিনতে হয়েছে ১০৯.৯৪ টাকায়। খাদ্যপণ্য কিনতে হয়েছে ১১০.৭২ টাকায়।

এছাড়া, জানুয়ারিতে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি ১০.১৮% ছিল, যেখানে শহরে এটি ৯.৮৯% ছিল। খাদ্য মূল্যস্ফীতি শহরে ১০.৯৫% এবং গ্রামে ১০.৬১% ছিল।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন যে, মূল্যস্ফীতির প্রভাব আরও কিছু সময় থাকতে পারে, তবে তিনি আশা করছেন জুন মাস নাগাদ এটি ৬-৭% এ নেমে আসবে।

কেএইচ

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে