ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আজ আখেরি মোনাজাত উপলক্ষে ডিএমপির নির্দেশনা

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০৯:৫৫:০০
আজ আখেরি মোনাজাত উপলক্ষে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আজ, ৫ ফেব্রুয়ারি, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে যাতে ধর্মপ্রাণ মানুষদের ইজতেমা গমন ও পার্কিং সুবিধা নির্বিঘ্নে হয় এবং যানজট কমানো যায়।

ডিএমপির কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

যানবাহন চলাচল:

- ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কার্ভাডভ্যান ও ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউড় ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

- অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন সাভার বা গাবতলী হয়ে চলাচল করবে।

- ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচল করবে।

- বিমানবন্দর সড়ক পরিহার করে যানবাহন মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করবে।

পার্কিং:

- বিভিন্ন বিভাগের মুসল্লিবাহী যানবাহন নির্ধারিত পার্কিং স্থানে পার্কিং করবে যেমন, ১৫নং সেক্টর, ৫নং ব্রিজের ঢাল, ১৭নং সেক্টর, ১০নং ব্রিজ, ১১নং ব্রিজ, ১৬নং সেক্টর ইত্যাদি।

- মুসল্লিবাহী যানবাহনের চালক ও হেলপারদের মোবাইল নম্বর একে-অপরের কাছে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ নির্দেশনা:

- সড়ক দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে ফ্লাইওভার দিয়ে পারাপার না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

- খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে পার্কিং করা যাবে না।

- বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প রাস্তাগুলো ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

ডিএমপি ধর্মপ্রাণ জনগণের সহানুভূতি এবং সহযোগিতা কামনা করছে, যাতে সুষ্ঠুভাবে ইজতেমা অনুষ্ঠিত হয় এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় থাকে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে