ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

অভিবাসীদের বন্দিশালায় পাঠানোর সময় জানালেন সীমান্ত প্রধান

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৪:১৩:০২
অভিবাসীদের বন্দিশালায় পাঠানোর সময় জানালেন সীমান্ত প্রধান

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত প্রধান টম হোম্যান বলেছেন, আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের গুয়ানতানামো বন্দিশালায় পাঠানো শুরু হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) ওয়াশিংটন পোস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

হোম্যান সংবাদপত্রটিকে জানান, "আশা করি ৩০ দিনের মধ্যে আমরা সেখানে লোকজন সরানো শুরু করব।" এ ছাড়া তিনি বলেন, সামনের দিনে গুয়ানতানামো বন্দিশালায় অভিবাসীদের জন্য আটককেন্দ্র নির্মাণের কাজ তদারকি করতে সেখানে ভ্রমণের পরিকল্পনা রয়েছে।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ট্রাম্প গুয়ানতানামো বন্দিশালায় ৩০ হাজার অভিবাসী আটক রাখার কথা বললেও, হোম্যান জানিয়েছেন যে তারা সম্ভবত কম সংখ্যক নিয়ে শুরু করবেন।

এর আগে, ২৯ জানুয়ারি, ট্রাম্প কিউবায় অবস্থিত গুয়ানতানামো বে কারাগারে ৩০ হাজার অভিবাসী ধারণক্ষম একটি আটককেন্দ্র নির্মাণের নির্দেশ দেন। ওই দিনই এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এটি বাস্তবায়ন করতে বলা হয়।

গুয়ানতানামো বে কারাগার ২০০২ সালে চালু করা হয়, যা ৯/১১ হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কারাগারটি একসময় আল কায়েদা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের বন্দি রাখত।

প্রসঙ্গত, ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা ও জো বাইডেন গুয়ানতানামো কারাগার বন্ধ করার চেষ্টা করেছিলেন, তবে কোনো একসময় বন্দিদের সংখ্যা কমানোর মধ্যেই তাদের সীমাবদ্ধতা ছিল। তবে ট্রাম্প এটি খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে