ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

যে কারণে হঠাৎ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ

২০২৫ জানুয়ারি ২৭ ১০:৩৬:২৬
যে কারণে হঠাৎ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পেছনে মূলত দুটি কারণ রয়েছে: প্রথমত, সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ যে, ঢাবির প্রো-ভিসি ড. মামুন আহমেদ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। দ্বিতীয়ত, সাত কলেজের শিক্ষার্থীরা তাদের কিছু দাবির প্রতি ঢাবির পক্ষ থেকে অবহেলা এবং অশোভন আচরণের কারণে আন্দোলনে নেমে যান।

এ ঘটনায় তারা একাধিক দাবি জানাচ্ছিলেন, যার মধ্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোটা পদ্ধতি বাতিল, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধারণক্ষমতা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ঠিক করা, ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা এবং ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করার দাবি ছিল।

ঘটনার পর পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে, এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে