ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

২০২৫ জানুয়ারি ২৩ ১১:৩১:০৯
সূচকের ওঠানামায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) েপ্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন চলছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

এদিন লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১৬৯ ও ১ হাজার ৯২৫ পয়েন্টে রয়েছে।

আলোচ্য সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮১টির দাম বেড়েছে, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- মালেক স্পিনিং, ওয়াইম্যাক্স, ন্যাশনাল টিউবস, একমি লিমিটেড, ফারইস্ট নিটিং, ফার ক্যামিকেল, বেস্ট হোল্ডিংস, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা ও ড্রাগন সোয়েটার। অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১৯টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে