ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

১৭৬ অবৈধ অভিবাসী গ্রেপ্তার, বাংলাদেশির সংখ্যা ৭১

২০২৫ জানুয়ারি ২৩ ১১:২৪:৫৩
১৭৬ অবৈধ অভিবাসী গ্রেপ্তার, বাংলাদেশির সংখ্যা ৭১

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকা থেকে ৭১ জন বাংলাদেশিসহ ১৭৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এবং সিটি হলের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি সাধারণ মানুষের অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে রাত সোয়া ৭টার দিকে শুরু হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিশর এবং সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

এরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে বৈধ কাগজপত্র না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি দেশে অবস্থান করার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে