ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন, যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের ঘোষণা

২০২৫ জানুয়ারি ২৩ ১১:০৪:৪০
ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন, যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনালাপে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ ট্রাম্পকে জানান, তার দেশ আগামী চার বছরে (ট্রাম্পের শাসনামলে) যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায়। এছাড়া, তারা বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর কথাও বলেছেন।

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি এবং নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। তবে, ২০১৯ সালে সৌদি আরবে ইরানের হামলার পর ট্রাম্প যথেষ্ট শক্ত প্রতিক্রিয়া জানাননি, যার কারণে কিছু সময়ের জন্য ওয়াশিংটন-রিয়াদ সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে।

তবে, সৌদি যুবরাজের ফোনালাপে এই সম্পর্কের উন্নতি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে, যেখানে দেশটি আগামী দিনে বড় বিনিয়োগের কথা বলছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে