ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ

২০২৫ জানুয়ারি ২৩ ০৭:২০:৫৫
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওয়ের সঙ্গে প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ওয়াশিংটনের ওই দ্বিপক্ষীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন, তবে বিষয়টিতে অতিরিক্ত তথ্য প্রদান করতে চাননি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর জয়শঙ্করের সঙ্গে মার্কো রুবিওর এটি প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। জয়শঙ্কর বর্তমানে ওয়াশিংটন সফরে রয়েছেন, যেখানে তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং কোয়াড এর বৈঠকে যোগ দিচ্ছেন।

শেখ হাসিনার বাংলাদেশে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানেই আছেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারকে কূটনৈতিক পত্র প্রদান করেছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলাসহ বিভিন্ন অভিযোগও উঠেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করলে বিষয়টি সেখানে আলোচনা সৃষ্টি করে। কোয়াড বৈঠকের পাশাপাশি জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে আলোচনা করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা আঞ্চলিক সমস্যা, পরস্পরের সম্পর্ক ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এছাড়া, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও তারা একমত হয়েছেন।

‘দ্য হিন্দু’ নিবন্ধে উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসন অনিয়মিত অভিবাসন মোকাবেলায় ভারতের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে