ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭

২০২৫ জানুয়ারি ২১ ২২:২৪:৩৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘটিত মারামারিতে ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটেছে। পরে আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন- ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) এবং আলামিন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রাবাড়ী এলাকায় কমিটি গঠন নিয়ে গতকাল দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। এর প্রতিবাদে পদবঞ্চিতরা আজ দুপুরের পর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে সমন্বয়ক মাহিন সরকার ও রিফাত রশীদ কার্যালয়ে আসেন এবং তারা বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তখন তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে বিক্ষুব্ধদের কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে মারধর করার অভিযোগ ওঠে।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে বর্তমানে সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের অবস্থা গুরুতর নয়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে