ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

কিয়ার স্টারমারের ভুল: টিউলিপ সিদ্দিককে কেন মন্ত্রী বানালেন?

২০২৫ জানুয়ারি ২১ ১৮:৫০:৪৩
কিয়ার স্টারমারের ভুল: টিউলিপ সিদ্দিককে কেন মন্ত্রী বানালেন?

নিজস্ব প্রতিবেদক: টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ এমপি এবং বাংলাদেশি বংশোদ্ভূত, সম্প্রতি কিয়ার স্টারমারের অধীনে মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে তার খালা শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গুমের ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং এই সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

বিশেষভাবে, মীর আহমেদ বিন কাসেম নামক এক ব্যক্তি শেখ হাসিনার শাসনামলে গুম হন। তিনি আট বছর বিনা বিচারে আটকে ছিলেন এবং তার পরিবারকে জোর করে ভোগান্তি দেওয়া হয়। এই ঘটনার পরও টিউলিপ সিদ্দিক কেন মন্ত্রী পদে নিয়োগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

টিউলিপ সিদ্দিক নিজে যদিও অন্যান্য মানবাধিকার ইস্যুতে সোচ্চার ছিলেন, যেমন ইরান থেকে নাজানিন জাঘারি-র্যাটক্লিফের মুক্তির প্রচারণা, কিন্তু বাংলাদেশে তার খালার শাসনামলে চলা গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কখনোই তিনি জনসমক্ষে কোন বক্তব্য দেননি। তার আওয়ামি লীগের সাথে সম্পর্কের বিষয়টি আরও বিতর্ক তৈরি করেছে, যদিও এটি কখনোই গোপন ছিল না।

এছাড়া, তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে, যার মধ্যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ ৩৯০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব পরিস্থিতি সত্ত্বেও কেন তাকে মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হলো, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

লেবার পার্টির অনেক নেতা ধারণা করছেন, টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ার এবং পার্টির বাংলাদেশি ভোটারের প্রতি সহানুভূতি কিয়ার স্টারমারের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তবে এসব বিতর্ক ও উদ্বেগ সত্ত্বেও, টিউলিপের মন্ত্রী পদ থেকে পদত্যাগের পরও, তার মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে