ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট জারি’

২০২৫ জানুয়ারি ২১ ১৮:১৪:০২
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট জারি’

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে 'রেড অ্যালার্ট জারি' করার বিষয়ে এক বিবৃতিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে, তিনি কবে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে তা নির্দিষ্টভাবে জানাননি।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকার পতিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দিল্লিতে চলে যান। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা দায়ের হয়েছে এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইতিমধ্যে, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলেও এর উত্তর এখনও পাওয়া যায়নি। ভারত সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না।

আসিফ নজরুল আরও বলেন, যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে তা প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে এবং বাংলাদেশ পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টি উত্থাপন করবে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে