ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের গোপন ভল্টের সন্ধান

২০২৫ জানুয়ারি ২১ ০৮:০১:৪৮
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের গোপন ভল্টের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) ব্যক্তিগত গোপন ভল্টের সন্ধান পেয়েছে, যেখানে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণ এবং বিদেশি মুদ্রা থাকার সম্ভাবনা রয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, রোববার (১৯ জানুয়ারি) এস কে সুরের রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে। এ ছাড়া বিলাসবহুল ফ্ল্যাটে বিভিন্ন মূল্যবান সম্পদও পাওয়া গেছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, টাকা গণনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয়েছিল এবং বাসায় পাওয়া ৩৬টি মূল্যবান সম্পদের একটি তালিকা প্রস্তুত করা হয়। এছাড়া, এস কে সুরের নিজস্ব একটি ভল্টের সন্ধান পাওয়া গেছে। ভল্টটি খোলার জন্য আদালতে আবেদন দাখিল করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ টিম ভল্ট খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে যাবে।

দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অনুসন্ধান টিম রোববার সকাল সাড়ে ১১টা থেকে অভিযান শুরু করে এবং বিকেল ৪টায় শেষ করে। তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় ব্যাংকের একটি লকারের সন্ধান পাওয়া যায়, যা খুলতে আদালতের অনুমতি প্রয়োজন হবে।

এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অপরাধ লব্ধ অর্থ নিজের প্রতিষ্ঠানে সংরক্ষণ করেছেন। তিনি পি কে হালদারের দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত, যিনি বর্তমানে ভারতে জেলে আছেন। সাবেক ডেপুটি গভর্নর সুর গত বছর সম্পদের বিবরণী দাখিল না করার কারণে মামলার সম্মুখীন হয়েছেন।

দুদকের অভিযানে উদ্ধার করা সম্পদের মধ্যে রয়েছে ৪০টি ব্যাংক হিসাবের নথি, ৫০ লাখ টাকার পেনশন সঞ্চয়পত্রের নথি, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতিতে ৭৫ লাখ টাকার বিশেষ আমানত, প্রাইম ব্যাংকে ১০ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, ১৩৪টি প্রাইজবন্ড, ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আরও অনেক দামি জিনিস।

অভিযানের সময়, দুদক টিমের সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধানমন্ডি থানার পুলিশ এবং দুদকের সশস্ত্র পুলিশ ইউনিটের সদস্যরা।

এছাড়াও, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় এস কে সুরের ভূমিকা খতিয়ে দেখছে দুদক। ২৩ ডিসেম্বর ওই ঘটনার কারণে সুর, তার স্ত্রী এবং মেয়ে বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে