ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

মেয়াদ বেড়েছে ছয় সংস্কার কমিশনের

২০২৫ জানুয়ারি ২০ ২৩:১০:৩৯
মেয়াদ বেড়েছে ছয় সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ৬টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

কমিশনগুলো হলো: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে গত ৩ অক্টোবর প্রথম দফায় ৬টি কমিশন গঠন করা হয় এবং নভেম্বরে বাকি ৫টি কমিশন গঠন করা হয়।

নতুন কমিশনগুলোর মধ্যে রয়েছে: স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে