ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাপোর্টের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শিপিং ব্যবসা শুরু

২০২৫ জানুয়ারি ২০ ২৩:০১:৪৬
সাপোর্টের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শিপিং ব্যবসা শুরু

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড (সিটিএসএল) ফ্রেইট ফরওয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসা শুরু করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত জুলাইয়ে হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকসের (হেলম্যান) স্থানীয় এজেন্ট হিসেবে সিটিএসএল ব্যবসা শুরু করলেও সোমবার (২০ জুলাই) তা জানানো হয়। ওই ব্যবসার ইতিবাচক প্রতিফলন সামিট অ্যালায়েন্সের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) আর্থিক হিসাবে পড়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড ১৯ জানুয়ারি হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকস ইন্টারন্যাশনাল জিএমবিএইচের সঙ্গে একটি শেয়ার সাবস্ক্রিপশন চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ব্যবসায়িক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করেছে। এটি বাংলাদেশের পরিবহন খাতে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে