ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন: এক নজরে

২০২৫ জানুয়ারি ১৯ ১২:১৭:৪১
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন: এক নজরে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন তাদের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজন করেছে একটি বৃহৎ সম্মেলন - ‘পার্টনার্স টুগেদার-২০২৫’। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা এবং ওয়ালটনের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিলো ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা বজায় রাখা, নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনা এবং গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। ওয়ালটনের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি এবং সঠিক বিপণন কৌশল বাস্তবায়নের বিষয়ে পরামর্শ দেন।

সম্মেলনে ঘোষণা করা হয়েছে, ২০২৫ সালে ওয়ালটন নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব, এবং উন্নত প্রযুক্তির পণ্য বাজারে ছাড়বে।

অতিথিরা ওয়ালটনের অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পরিদর্শন করে মুগ্ধ হন, যেখানে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই সম্মেলনে ২০২৪ সালে বিক্রয়ে অসাধারণ সাফল্য অর্জনকারী ১৭৩ জন ডিস্ট্রিবিউটরকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং মীরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি অতিথিদের আনন্দ দেয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে