ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রাফাহ ছাড়ছে ইসরায়েলি সেনারা, আসছে শান্তির নতুন দ্বার

২০২৫ জানুয়ারি ১৯ ১০:২৬:৪৫
রাফাহ ছাড়ছে ইসরায়েলি সেনারা, আসছে শান্তির নতুন দ্বার

নিজস্ব প্রতিবেদক : হামাস ও ইসরায়েলের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির চুক্তি আর মাত্র কয়েক ঘণ্টা পরই কার্যকর হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহরের কেন্দ্রস্থল ছাড়তে শুরু করেছে ইসরায়েলি সেনারা। মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছেন তারা। রোববার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিবিষয়ক চুক্তি রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া হয়েছে।আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ শহরের রাফাহ এর কেন্দ্র থেকে সামরিক যানবাহনসহ ইসরায়েলি সেনারা ফিরে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।

এদিকে, যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, এটি স্বল্পস্থায়ী। যুদ্ধবিরতির শর্ত ঠিক মতো বাস্তবায়ন না করলে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে তেলআবিব।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে