ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিয়ের গুঞ্জন সত্যি, পড়শী জানালেন ১০ মাস আগেই বিয়ে হয়েছে

২০২৫ জানুয়ারি ১২ ১৮:৪১:১১
বিয়ের গুঞ্জন সত্যি, পড়শী জানালেন ১০ মাস আগেই বিয়ে হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গায়িকা পড়শী গত রোববার বিয়ের গুঞ্জন নিয়ে সবার সামনে আসেন এবং ঘোষণা দেন যে ১০ মাস আগেই তাঁর বিয়ে হয়েছে। রোববার সকালে যখন তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে, তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তবে বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া পেজে সুখবরটি শেয়ার করেন।

ফেসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে পড়শী জানান, তাঁর জীবনসঙ্গীর নাম নীলয় এবং তাঁদের পরিচয় ১৫ বছর আগে। তিনি লেখেন, "আজ থেকে ১৫ বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়।" পড়শী আরো জানান, তাঁদের বিয়ে প্রেমের কারণে নয়, বরং পারিবারিক সিদ্ধান্তে হয়েছে। তিনি বলেন, "আমাদের মধ্যে তেমন কোনো প্রেম ছিল না, এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।"

২০২৪ সালের ৪ মার্চ নীলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। তবে গায়িকার ইচ্ছা ছিল অনুষ্ঠান করে বিয়ের খবর সবাইকে জানানো। কিন্তু গুঞ্জন ছড়িয়ে পড়ায় কিছুটা বিব্রত হলেও পড়শী আনন্দিত। পড়শী জানান, নীলয় যুক্তরাষ্ট্র থেকে কিছু দিনের জন্য দেশে এসে দুই পরিবারের সম্মতিতে আকদ অনুষ্ঠানটি সম্পন্ন করেন।

তিনি আরও জানান, শিগগিরই নীলয় দেশে ফিরে আসবেন এবং তাঁদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে