ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

পতনে বেসামাল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

২০২৫ জানুয়ারি ১২ ১৭:০৩:৩১
পতনে বেসামাল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থার নানামুখী উদ্যোগের পরও থামছে না শেয়ারবাজারের ধারাবাহিক পতন। আগের দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সামান্য বৃদ্ধি পেলেও আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসঈর সূচক কমেছে চারগুণ। অর্থাৎ বৃহস্পতিবার সূচক বেড়েছিল ৯ পয়েন্ট, আর আজ কমেছে ৩৮ পয়েন্ট।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৫৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৭১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৩২৪ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৯৭ লাখ টাকার বা ১৫ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৯টির বা ১৭.২৯ শতাংশের। আর দর কমেছে ২৮২টির বা ৭০.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮টির বা ১২.০৩ শতাংশের।

অপরদিকে, আজ সিএসইতে ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৮টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৪১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমেছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে