ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ নিয়ে নতুন বিতর্কে টিউলিপ সিদ্দিক

২০২৫ জানুয়ারি ১২ ১৮:২৩:১১
ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ নিয়ে নতুন বিতর্কে টিউলিপ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ বিনা মূল্যে স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন। এই ম্যাচগুলো দেখার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই-বোন এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত তৎকালীন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক ২০১৯ সালের ৫ জুন লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ এবং এক মাস পর লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এই ম্যাচগুলোতে প্রতিটি টিকিটের মূল্য ছিল প্রায় সাড়ে ৫৩ হাজার টাকা।

টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিতর্ক উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, তিনি যুক্তরাজ্যে অবস্থিত একটি বিনা মূল্যের ফ্ল্যাটে বসবাস করছেন, যা আওয়ামী লীগ–সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী তাঁকে দিয়েছেন।

এছাড়া, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু করেছে, যেখানে তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তবে টিউলিপ সিদ্দিক তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে