ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

হজ চুক্তি সই, অনুরোধ রাখলেন না সৌদির মন্ত্রী

২০২৫ জানুয়ারি ১২ ১৮:২৯:০১
হজ চুক্তি সই, অনুরোধ রাখলেন না সৌদির মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ ২০২৫ সালের হজ চুক্তি সই করেছে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ রোববার (১২ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই চুক্তি স্বাক্ষর করেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৮১ হাজার ৯০০ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে এবং বাকি ৫ হাজার ২০০ জন সরকারিভাবে হজ পালন করবেন।

চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং বাংলাদেশি হজ এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার থেকে কমানোর জন্য অনুরোধ জানান। তবে, সৌদি মন্ত্রী এই অনুরোধ মেনে নেননি এবং কোটা এক হাজারই বহাল রেখেছেন।

এ সময় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম এবং উপদেষ্টা ছাদেক আহমদসহ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে