ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর খবর নিয়ে আবেগে ভাসলেন খালেদা জিয়া

২০২৫ জানুয়ারি ১২ ১১:৪৫:৫৫
ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর খবর নিয়ে আবেগে ভাসলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, দেশের বর্তমান অবস্থা এবং দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন। গত শনিবার (১১ জানুয়ারি) রাতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর পরিস্থিতি জানতে চান তিনি।

মির্জা আব্বাস গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ধরে কোনো চিকিৎসা পাননি এবং সরকারের সময় তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি বেশ ভালো আছেন, তার চিকিৎসা চলছে এবং তিনি বিশ্বমানের ডাক্তারদের অধীনে চিকিৎসা নিচ্ছেন। আব্বাস বলেন, খালেদা জিয়ার মানসিক অবস্থা খুবই ভালো এবং শারীরিকভাবে তিনি শক্তিশালী আছেন।

খালেদা জিয়া চিকিৎসার মাঝেও দেশবাসীর খোঁজখবর নিতে ভুলেননি। তিনি মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসকে প্রশ্ন করেছিলেন, দেশের মানুষ কেমন আছেন এবং দেশের বর্তমান অবস্থা কী? তিনি নাতি-নাতনিরাও কেমন আছেন, তা জানতে চেয়েছিলেন।

এছাড়া, আফরোজা আব্বাস বলেন, তিনি মিষ্টি কথায় দেশবাসী, মহিলা দল এবং নাতি-নাতনিদের কথা জিজ্ঞেস করেছেন। তারা আশা করছেন, খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে