ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

সমন্বয়ক রাসেল-রাফির দ্বন্দ্ব প্রকাশ পেল অবশেষে

২০২৫ জানুয়ারি ১২ ০৯:৫৯:৪৬
সমন্বয়ক রাসেল-রাফির দ্বন্দ্ব প্রকাশ পেল অবশেষে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার চেষ্টা করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীদের একজন রাফির ওপর চড়াও হন, তবে উপস্থিত অন্য শিক্ষার্থীরা তাকে সরিয়ে দেয়। তবে হামলার পর কিছু শিক্ষার্থী রাফিকে চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকে।

এর আগে, শনিবার বিকেলে চট্টগ্রামের ষোলশহরে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’-এর দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে ওয়াসা এলাকায় একটি মিটিংয়ে বসার সময় হামলা চালায় দুর্বৃত্তরা।

এই হামলার জন্য রাসেল আহমেদ দাবি করেছেন, ছাত্রলীগ নিয়ন্ত্রিত 'ডট গ্যাং' এর সদস্যরা দায়ী। তবে এক পর্যায়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলে রাফির বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। হামলার পর সেখানকার উপস্থিত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে এবং কিছু শিক্ষার্থী রাফির ওপর হামলার চেষ্টা করে।

এদিকে, চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা জানিয়েছেন, তারা ঘটনার বিষয়ে তদন্ত করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নগর পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারও জানান, হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয় এবং শিক্ষার্থীদের দুটি পক্ষ এই ঘটনা ঘটিয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে