ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

সরকারকে বিপদে ফেলতে রাজনৈতিক দলগুলোর চক্রান্ত চলছে

২০২৫ জানুয়ারি ১১ ১৮:২৬:৪৯
সরকারকে বিপদে ফেলতে রাজনৈতিক দলগুলোর চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন মুরশিদ বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শারমীন মুরশিদ বলেন, "রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রের চর্চা না করে ৫ আগস্টের অরাজকতার পথে চলে যায়, তবে এর দায়ভার তাদেরই নিতে হবে।" তিনি আরও বলেন, সরকার বিপদে পড়বে না, কারণ তারা জানে তাদের লক্ষ্য কী এবং কী করতে হবে। উপদেষ্টা বলেন, "জনগণের চোখ খুলে গেছে। তারা জানে যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কী এবং কেন আসবে।"

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের নিজেদের দলে গণতান্ত্রিক চর্চা দৃশ্যমান করতে হবে। শারমিন মুরশিদ মনে করেন, যদি রাজনৈতিক দলগুলো জনগণের জন্য রাজনীতি করতে চায়, তবে তাদেরকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং জনগণের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন। হাসপাতালে সাহায্যের জন্য সিলেটের বিত্তবানদের সহায়তা ও ব্র্যাকের আর্থিক অনুদান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে