ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনার আমলে 'চোরতন্ত্র' তৈরি হয়েছিল: প্রেস সচিব

২০২৫ জানুয়ারি ১১ ১৮:১৯:১১
শেখ হাসিনার আমলে 'চোরতন্ত্র' তৈরি হয়েছিল: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম, যিনি প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে চোরতন্ত্রের সৃষ্টি হওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে স্বাধীনতাবিরোধী শক্তিকে "মেরে ফেলা" জায়েজ মনে করা হতো।

শফিকুল আলম শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন। সভাটির বিষয় ছিল "জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা"। তিনি দাবি করেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে সবচেয়ে বড় ধরনের লুটপাট ঘটেছে, এবং সরকার ওই সময় চোরতন্ত্রের ধারণা প্রতিষ্ঠা করেছিল।

তিনি বলেন, "বড় বড় কোম্পানির মাধ্যমে কাজ পাইয়ে দেওয়াটা ছিল সরকারের প্রধান কাজ, আর সেই টাকায় আন্তর্জাতিকভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বলছে যে দেশে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, যদিও কোনো গণ-অভ্যুত্থান হয়নি।"

শফিকুল আলম আরও বলেন, "জুলাই-আগস্টের ঘটনাগুলি নিয়ে তদন্ত চলছে, এবং সময় এসে পৌঁছেছে, যখন তাদের সেই ভূমিকার বিষয়টি পরিষ্কার হবে।"

এছাড়া, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফও তার বক্তব্যে আওয়ামী সরকারের আমলের সমালোচনা করেন। তিনি বলেন, "ফ্যাসিস্ট সরকার যদি আরও এক মাস সময় পেত, তবে ২৫ মার্চের মতো আরও একটি কালরাত দেখতে হতো, যেখানে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা।"

আলোচনাচক্রের বক্তারা আরও বলেন, "জুলাই আগস্টের আন্দোলনের মূল শিক্ষা ছিল একতার শক্তি, যেখানে পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পুরো সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে