ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে উধাও টাকা

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:২৪:৩১
ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে উধাও টাকা

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল ইসলাম ব্যাংক খুলে সিন্দুক ভাঙার বিষয়টি দেখতে পান। দ্রুত ব্যাংকে এসে তিনি দেখতে পান ব্যাংকের পেছনের জানালার গ্রিল কাটা, ভোল্ট রুমের তালা কাটা এবং ভোল্টের ভেতরে রাখা সিন্দুক ভাঙা। বুধবার হিসাব শেষে রেখে দেওয়া ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ বিষয়ে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা যায় ব্যাংকের পেছনের জানালার গ্রিল কাটা, ভোল্টের দরজা কাটা এবং ভোল্টের ভেতরে রাখা সিন্দুকটি ভাঙা।

তিনি আরও জানান, ব্যাংকের ম্যানেজারের দাবি অনুযায়ী ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকার কিছু বেশি ছিল। এ বিষয়ে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংকে চুরির ঘটনা উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে শাখার ম্যানেজার একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে