ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার মসজিদ কমিটির নেত্রী হতে চাইলেন তসলিমা নাসরিন

২০২৪ অক্টোবর ১৩ ১৭:৩৩:৫৪
এবার মসজিদ কমিটির নেত্রী হতে চাইলেন তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক : বরাবরই নিজেকে সমালোচনার পাত্র করে আলোচনায় আসতে পছন্দ করেন তসলিমা নাসরিন। বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার।

আর তাই বাংলাদেশি হলেও দেশে প্রবেশে তার প্রতি রয়েছে নিষেধাজ্ঞা। এবার মসজিদ কমিটির নেত্রী হতে আগ্রহ প্রকাশ করেছেন তসলিমা নাসরিন।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মুসলমানরা কি আমার মতো এক নাস্তিককে দিয়ে, যে ধর্মবিশ্বাসী নয়, যে অন্য ধর্মের মতো ইসলামেরও সমালোচনা করে তাকে দিয়ে মসজিদের উদ্বোধন করাতে? মসজিদ কমিটির নেত্রী করবে আমাকে?’

তসলিমা নাসরিন লিখেন, মুসলমানরা শুধু ঘৃণা করবে আমাকে। তাদের আশেপাশে আমাকে পেলে তারা আমার ‘কল্লা কাটবে’।

সমালোচিত এই লেখিকা নিজেকে নাস্তিক দাবি তুলে বলেন, ‘আমি নাস্তিক, আমি হিন্দু নই, আমি হিন্দু, ক্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, ইসলাম কোনো ধর্মেই বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘বিজ্ঞানবিশ্বাসী হিসেবে আমি যে কোনো ধর্মের মতো হিন্দু ধর্মের সমালোচনা করি। তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের সমালোচনা করি। নারীবাদী হিসেবে তাদের করভা চৌত, সিঁদুর খেলা, শাঁখা সিঁদুরের সমালোচনা করি। এ কারণে তারা আমাকে বহিষ্কার করেনি, ঘৃণা করেনি, আমাকে মুণ্ডু কেটে নেওয়ার ফতোয়া দেয়নি।’

মসজিদের ইমাম হতে চেয়ে তসলিমা নাসরিন বলেন, ‘তারা (মুসলমানরা) পারবে আমাকে মসজিদের ইমাম বানাতে যার পেছনে দাঁড়িয়ে পুরুষেরা নামাজ পড়বে? আমাকে কি পুরুষেরা যে মিলাদে উপস্থিত থাকে, সেই মিলাদ পড়াতে দেবে?’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে