ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান

২০২৪ সেপ্টেম্বর ০১ ০৬:৪৯:৪৮
অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অদৃশ্য শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিন শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী। আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘দৃশ্যমান প্রতিপক্ষের চেয়ে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ংকর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর তারা সর্বত্র। তাদের অবস্থান অন্ধকারে।’

তিনি বলেন, ‘তাদের কৌশলও চোরাগুপ্তা। এই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে।’

তারেক রহমান বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুণ্ন করতে পারবে না। একই সঙ্গে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেন তারেক রহমান।

এদিকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাণীতে তারেক রহমান বলেন, আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর-উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য।

তিনি বলেন, সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের আবারও পথচলা শুরু হয়।

এএস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে