ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাতীয় পার্টি ও সমাজতান্ত্রিক দলের ২০ দফা সুপারিশ

২০২৪ আগস্ট ৩১ ২০:৫৩:১০
জাতীয় পার্টি ও সমাজতান্ত্রিক দলের ২০ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে ১২ দফা সুপারিশ করেছে জার্তীয় পার্টি (কাজী জাফর)।

পাশাপাশি বিদ্যমান সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাসহ আট দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (আম্বিয়া)।

শনিবার (৩১ আগস্ট) বিকেল প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময় শেষে এই কথা জানান জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (আম্বিয়া) শরীফ নুরুল আম্বিয়া।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সর্বদলীয় সর্বগ্রাসের সঙ্কট মোকাবেলা করতে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের এই দুর্যোগময় মুহূর্তে সরকার অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে কাজ করে যাচ্ছে। তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়ে ১২ দফা সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, দেশের বিরাজমান সঙ্কট সমাধানে সময় লাগবে। এই সময় দিতে দেশবাসীসহ আরও দল প্রস্তুত আছে। এরপর একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়েছে।

এদিকে, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিচারের দাবিসহ তারা যেন আর নির্বাচন করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (আম্বিয়া)।

দলটির নেতা শরীফ নুরুল আম্বিয়া বলেন, বিদ্যমান সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাসহ আট দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে