ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

হারুনের স্ত্রী’র ১৫শ কোটি টাকা আটকে গেছে যুক্তরাষ্ট্রে

২০২৪ আগস্ট ২৯ ১৮:১০:২০
হারুনের স্ত্রী’র ১৫শ কোটি টাকা আটকে গেছে যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর থেকেই লাপাত্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হারুন অর রশীদ। ডিএমপির গোয়েন্দাপ্রধান থাকা অবস্থায় ব্যপক আলোচিত ছিলেন তিনি।

বুধবার (২৯ আগস্ট) হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন।

পুলিশের এই কর্মকর্তা দেশে নামে বেনামে স্থাবর অস্থাবর সম্পদ গড়ার পাশাপাশি বিদেশেও করেছেন সম্পদ।

জানা গেছে, বিদেশে অর্থ পাচারের জন্য হারুন গড়ে তোলেন নিজস্ব মানি এক্সচেঞ্জ। পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এটির অফিস। দুবাইয়ে এটির শাখা আছে।

বিশ্বস্ত সূত্র জানায়, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে হারুনের স্ত্রীর নামে একটি ব্যাংকে থাকা ১ হাজার ৫৩২ কোটি টাকা এফবিআইয়ের সুপারিশে আটকা পড়েছে। সে টাকা উদ্ধার করতে পারেনি হারুন অর রশীদ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে