ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনায় নুসরাত ফারিয়া

২০২৪ আগস্ট ১৬ ১৫:৪৬:৩৪
শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনায় নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী নুসরাত ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

সিনেমাটির প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমে নূসরাত ফারিয়া বলেছিলেন, ‘আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছে।’

সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছিলেন, মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি। এমনকি শেখ হাসিনার মতো হতে চান।

তিনি বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তাতে কোনো আফসোস থাকবে না।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের এমন পতনের পর ফারিয়ার পুরনো সেই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে বেশ তোপের মুখে পড়েছেন অভিনেত্রী নূসরাত ফারিয়া।

শেখ হাসিনা সম্পর্কে সেই মন্তব্য টেনে অন্তর্জালে সমালোচনার স্বীকার হচ্ছেন এই নায়িকা। যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া।

সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি।সম্প্রতি এক ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে খিলখিলিয়ে হাসতে দেখা গেল নুসরাতকে।

ছবির ক্যাপশনে নুসরাত সকলের মঙ্গল চেয়ে লেখেন, ‘আপনাদের কষ্ট লাঘব হোক, আর্শীবাদ নেমে আসুক’।

এর কমেন্ট বক্সে নুসরাতকে বিদ্রূপ করে একজন লেখেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে’।

অন্য আরেকজন লেখেন, ‘২ টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপরে উঠবে, কিন্তু গরীবের শেখ হাসিনার সেটা হল না’। আরেকজন লেখেন, ‘পালানোর বায়োপিকটা কে করবে?’

নুসরাত অবশ্য কটাক্ষের পালটা জবাব দেননি। কোটা আন্দোলন নিয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হননি নুসরাত।

মৃত ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন, ‘জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই..!’

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে