ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রদের উপর গুলি: যা বললেন সাবেক সেনাপ্রধান

২০২৪ আগস্ট ০৩ ১৬:৩৫:০৩
ছাত্রদের উপর গুলি: যা বললেন সাবেক সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের ওপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন।’

শুক্রবার (০২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে (ইংরেজি ও বাংলায়) দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন।

এর আগে, বৃহস্পতিবার আরেক পোস্টে (ইংরেজি এবং বাংলায়) তিনি লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বৈষম্যবিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।’

২০১২-১৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।

সম্প্রতি, শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার ও কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে তিনি আলোচনায় চলে আসেন।

জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জন্ম ১৯৫৭ সালের ২ জুন কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল ও ফৌজদারহাট ক্যাডেট কলেজে তিনি পড়ালেখা করেন। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে