ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ

২০২৪ জুন ০৫ ০৯:৪৪:৪২
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম অবস্থানে রয়েছে। প্রতিবছরই বন্যা, খরা, ঝড়, ঘূর্ণিঝড়ের মতো জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হয় বাংলাদেশকে। এইসব দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জ্ঞান কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর থেকে টালমাটাল আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণিঝড়ের তীব্রতায় বিধ্বস্ত হয় উপকূল। ঝড় শেষ হতে না হতেই দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলায় দেখা দিয়েছে বন্যা।

একই সময় দেশজুড়ে অনুভূত হচ্ছে তীব্র গরম। আবার শীতের সময়ও বেড়েছিল শীতের তীব্রতা। এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।

অন্যদিকে, পানির স্তর নেমে গিয়ে হুমকির মুখে ফেলেছে কৃষি ও কৃষিপণ্যের উৎপাদন। আর উপকূলে লবণাক্ততার প্রভাবে হুমকিতে জনস্বাস্থ্য। প্রকৃতির এমন বিরূপ আচরণের কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব। গবেষকরা বলছেন, উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের ভুক্তভোগী বাংলাদেশ।

গবেষক জাকির হোসাইন খান বলেন, যে মডেল অনুসরণ করার কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে, সে মডেলকে পাশ কাটিয়ে বাংলাদেশের নিজস্ব প্রকৃতি নির্ভর অর্থনীতি বা সবুজ অর্থনীতি সাজানোর সুযোগ আছে।

তিনি বলেন, কার্বন লাগবে কারণ কার্বন ছাড়া পৃথিবী টিকবে না। তবে কার্বনের তত খানিই করবো, যেটা আমার প্রকৃতির ক্ষতি করবে না। বাংলাদেশ বর্তমানে কার্বন নিঃসরণ করছে ০ দশমিক ৪৭ শতাংশ।

গবেষকরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যেই তা বেড়ে হবে ১ শতাংশ। যার লাগাম টানতে হবে এখনই।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে