ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

আমাকে লোহার খাঁচায় ভরা হয়েছে : ড. ইউনূস

২০২৪ জুন ০২ ২১:৩১:৩২
আমাকে লোহার খাঁচায় ভরা হয়েছে : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাকে লোহার খাঁচায় ভরা হয়েছে। আদালতে বসে মহাকাব্যের কথা ভাবছিলাম। মহাকাব্যে কিছু দেব-দেবী আছে যারা অভিশাপ দেয়। যাদের অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে।

আজ রোববার (০২ জুন) শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলার শুনানি শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, প্রথম লোহার খাঁচায়, তারপর কাঠগড়ায় দাঁড়ায়। এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। দু’টো নোবেল পুরস্কার দেয়া হয়েছে, একটা আমার নামে আরেকটা গ্রামীণ ব্যাংকের নামে। দুটো’রই সমান মর্যাদা।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে আরেকটা নোবেল বিজয়ীর মামলা করতে দুদকে হাজির হয়েছে।

তিনি বলেন, দুদকের এই মামলায় খুব রূঢ় ভাষায় আক্রমণ করে অভিযোগ করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই, ঘটনায় কোনো সত্যতা নেই। আমার বাবা, ভাই-বোনকে আক্রমণ করে অভিযোগ করেছে। খুব কষ্ট লেগেছে, আমার কাছে যেটা মোটেই গ্রহণযোগ্য হয়নি।

ড. ইউনূস আরও বলেন, গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেয়া অভিশাপের অংশ। একটার পর একটা চলছে, কোনো নিস্তার নেই। দেবদেবীরা ঠিক করে অভিশাপ দিয়েছেন। তাদের সন্তুষ্ট করতে পারছি না। নাগরিক হিসেবে কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে প্রশ্ন করেন তিনি।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ আনতে হলে সুনির্দিষ্ট টাকার পরিমাণ বলতে হয়। একবার বলে ২৬ কোটি, একবার বলে ২৫ কোটি।

আইনজীবী মামুন বলেন, বেনজীর, আজিজ, পিকে হালদার, এস আলম এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ড. ইউনূসকে ব্যক্তিগতভাবে টার্গেট করে অপমান করা হচ্ছে।

তিনি বলেন, চোর বাটপাররা কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে বাইরে, আর যারা দেশপ্রেমিক তারা যাবে কারাগারে এই হচ্ছে অবস্থা।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে