ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

রেমালের দাপটে দিশেহারা ঋতুপর্ণা!

২০২৪ মে ২৭ ১৭:৫১:২৬
রেমালের দাপটে দিশেহারা ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক : রেমালের আঘাতে পিষ্ট কলকাতাবাসী। আক্রান্ত এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। অবশ্য এমন অবস্থা গোটা পশ্চিমবঙ্গজুড়েই।

এছাড়া বহু মানুষের দৈনন্দিন কাজ নষ্ট হয়ে গেছে। অনেক তারকারও সময়সূচী এলোমেলো হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ঋতুপর্ণা সেনগুপ্তও।

এক সময়ে মহা দাপুটে থাকা এই নায়িকার মন বেজায় খারাপ। রেমালের কারণে শনিবার রাত থেকে কলকাতায় ফ্লাইটের সংখ্যা কমে গেছে। রোববার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। রাত ৮টার পর জনজীবন স্থবির হয়ে পড়ে। যান চলাচলও বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টির কারণে এক সময়ে কলকাতা থেকে বিমান চলাচলও বন্ধ হয়ে যায়।

আর ফ্লাইট বাতিল হওয়ার কারণেই ক্ষুব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা। কলকাতার টিভি ৯ বাংলাকে তিনি বলেছেন, তিনি খুব বিরক্ত। কারণ ২৭ মে রোববার সিঙ্গাপুর থেকে তার ফিরে আসার কথা ছিল এবং ২৮ মে রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা বিমানবন্দর দুপুর ১২টা থেকে ২৮ মে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকার কারণে তার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিনেমায় অভিনয় কিংবা প্রযোজনার কাজ কিংবা সংসার সব কিছুই সামলান। কিছুদিন আগে কালবৈশাখীর কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছিল এই নায়িকাকে।

শুটিং শেষে সুন্দরী অভিনেত্রী ফ্লোর থেকে বের হয়ে দেখেন রাস্তায় পানি জমেছে গাড়ি পর্যন্ত। তারপর দুই সঙ্গীর সাহায্যে ঋতুপর্ণা তার গাড়িতে পৌঁছেন। তিনি সেই ছবিও শেয়ার করেছেন তার ভক্তদের সঙ্গে।

এবার আবারও বৃষ্টি ও ঝড়ের সমস্যায় পড়তে হয়েছে তাকে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে