ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

হাসপাতালে ভর্তি অভিনেত্রী পূজা

২০২৪ মে ২৬ ১৬:৫০:৫২
হাসপাতালে ভর্তি অভিনেত্রী পূজা

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে পূজা জানান, ‘শুরুতে জ্বর ছিল। ভেবেছিলাম ঠিক হয়ে যাবো। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

অভিনেত্রী বলেন, জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। খাবার খেতেও কষ্ট হচ্ছে, শুধু স্যালাইন চলছে।

তিনি বলেন, এই মুহূর্তে পাশে রয়েছেন স্বামী কুণাল। সংকটের সময় অভিনেত্রীর দেখভাল করছেন তিনি। কুণাল ছাড়া পূজাকে যত্ন করার মতো আর কেউ নেই। সেরে উঠতে আরও বেশকিছুটা সময় লাগবে।

দক্ষিণি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেন পূজা। এর পরে ২০১১ সালে অভিনেতা নিখিল সিদ্ধার্থের সঙ্গে ‘ভিদু থেদা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। ছবিটি বেশ জনপ্রিয় হয়।

পরে টলিউডে দেব, সোহমের সঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দেন। এর বাইরে টিভি সিরিয়ালে অভিনয় করেছেন পূজা।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে