ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশের ভোট নিয়ে বোমা ফাটালেন কেজরিওয়াল

২০২৪ মে ১৮ ১৯:৩৫:১৯
বাংলাদেশের ভোট নিয়ে বোমা ফাটালেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পুতিন, বাংলাদেশের শেখ হাসিনা ও পাকিস্তানের মতো নির্বাচন করে ভারতে মোদী জিততে চান বলে মন্তব্য করেছেন আম আদমি দলের নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার ( ১৮ মে ) ভারতের পাঞ্জাব রাজ্যে নির্বাচনী প্রচারণায় ভাষণে কেজরিওয়াল বলেন, রাশিয়ার নাম শুনেছেন? রাশিয়া, পুতিন, পুতিন কী করেছে, যারা বিরোধী মতের নেতা ছিল, তাদের সবাইকে জেলে পুরেছে নাই মেরে দিয়েছে (খুন করেছে)। যাতে কেউ কিছু করতে না পারে। ৮৭ শতাংশ ভোট পেয়েছে। যখন বিপক্ষ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেনি, কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সব ভোট তো আপনিই পাবেন। বাংলাদেশেও তাই হয়েছে। সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়েছে, শেখ হাসিনা জিতে গেছে। পাকিস্তানেও একই কাজ হয়েছে।

মোদীও ভারতে একই কাজ করতে চান উল্লেখ করে দিল্লির এই মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানে ইমরান খানকে জেলে ঢোকানো হয়েছে। তার পার্টিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে। জিতে গেছে। মোদীজি আমাদের (ভারত) দেশকে পাকিস্তান আর বাংলাদেশ বানাতে চান।

কেজরিওয়াল বলেন, ইন্ডিয়ানদের স্বপ্ন ভারতকে বিশ্বর এক নম্বর দেশ বানানোর। মোদীজি ভারতকে বাংলাদেশ আর পাকিস্তান বানাতে চান। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ভারতকে বাংলাদেশ আর পাকিস্তান বানাতে দিবেন? না পৃথিবীর ১ নম্বর দেশ বানাবেন।

কেজরিওয়াল বলেন, মোদী সব বিরোধীদের মেরে (খতম করে) ফেলে। আমাকে গ্রেপ্তার করেছে। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আমার অ্যাকাউন্ট ফ্রিজ করতে যেতে সুপ্রিম কোর্টে উকিলকে বলেছে, আম আদমি পার্টির অ্যাকাউন্ট ফ্রিজ করবে। সিবসেনাকে তারা দুই টুকরো করে দিয়েছে। এনসিপিকে দুই টুকরো করে দিয়েছে। মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। মমতা দিদির মতো মন্ত্রীকে বলে গ্রেপ্তার করবো।

কেজরিওয়াল আরো বলেন, মোদী এক খতরতান মিশন নিয়ে কাজ করছেন। সব বিপক্ষ নেতাদের হেনস্তা করছেন মোদী। তাহলে কীভাবে ভোটে লড়বেন, জিতবেন। এটা মোদির কাপুরুষতার লক্ষণ। মোদীজির দম থাকলে আসুক, সামনাসামনি লড়াই হবে। কে জেতে দেখা যাবে। সবার অ্যাকাউন্ট ফ্রিজ করে। সবাইকে জেলে পুরে মোদীজি এক খতরতান মিশন নিয়ে কাজ করছে। বহুত খতরতান মিশন নিয়ে কাজ করছে। এসব খতরতান মিশন আন্ডারগ্রাউন্ডে চলে। ওই মিশনের নাম ওয়ান নেশন ওয়ান লিডার (এক দেশ এক নেতা)।

কেজরিওয়াল বলেন, ভারতে মোদীজি এক নেতা হতে চান। এর জন্য তিনি দুই ভাবে কাজ করছেন। একটি হলো, বিরোধী নেতাদের এক এক করে জেলে ঢুকানো। কয়েকজনকে জেলে ঢুকাছে। এইভাবে যদি জিতে যায়, ভগবান না যেন না যেতে। যদি জিতে যায়, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ঠাকুর সাহেবকে জেলে ঢুকাবে, খরগে সাহেবকে জেলে ঢুকাবে, রাহুল গান্ধীকে জেলে ঢুকাবে, প্রিয়াঙ্কাকে জেলে ঢুকাবে। কেজরিওয়াল তো জেলেই আছে। সবাইকে জেলে ঢুকাবে। মমতা দিদিকে জেলে ঢুকাবে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনে জেলে ঢুকাবে। পিনারাইল প্রেসিডেন্টকে জেলে ঢুকাবে। তিনি প্রথম ধাপে সব বিরোধীদের জেলে ঢুকাবে। যেমন পুতিন, শেখ হাসিনা এবং পাকিস্তান করেছে।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে