ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে উধাও স্ত্রী

২০২৪ এপ্রিল ১৭ ২২:৫৭:৩০
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে উধাও স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে শিশুসন্তান‌ রে‌খেই স্ত্রী উধাও হয়ে গেছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) সকা‌লে ভুঞাপু‌র উপ‌জেলার রাউৎবা‌ড়ি গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে। আহত ফিরোজকে (২৫) উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়ার পর উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

জানা গেছে, ফিরোজ ঐ গ্রা‌মের শাহজাহানের ছে‌লে। ঘটনার পর তার স্ত্রী জা‌কিয়া শিশুসন্তান‌ রে‌খে উধাও হয়েছেন।

এই বিষয়ে ফি‌রো‌জের মামা আরজু বলেন, ‌বি‌য়ের পর থে‌কে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল। সকা‌লে ঘুমন্ত অবস্থায় আমার ভাগ্নের পুরুষাঙ্গ কে‌টে ফে‌লে তার স্ত্রী।

পরে প্রতিবেশীরা খবর পে‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসেন। তার স্ত্রী বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়ে‌ছেন।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের উপসহকা‌রী মে‌ডি‌কেল অফিসার কাজল তালুকদার ব‌লেন, পুরুষাঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলা হ‌য়ে‌ছে। এতে প্রচুর রক্তক্ষরণ হ‌য়ে‌ছে। উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ভুঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘটনা‌টি শু‌নে‌ছি। ‌ এই বিষ‌য়ে কোনো অভি‌যোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে