ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যেখানে পুরুষের একাধিক প্রেমিকা থাকা বাধ্যতামূলক

২০২৪ এপ্রিল ০২ ১৫:৩৭:৪৯
যেখানে পুরুষের একাধিক প্রেমিকা থাকা বাধ্যতামূলক

বিনোদন ডেস্ক : আমাদের সমাজে পুরুষের একাধিক প্রেমিকা থাকা আপত্তিজনক এবং অনৈতিকও। একাধিক প্রেমিকা থাকা বড় লজ্জারও বিষয়।

কিন্তু শুনতে অবাক লাগলেও এটা একেবারেই সত্যি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের গুয়াংজুতে ডংগুয়ান শহরে প্রত্যেকেরই থাকে দুজন থেকে তিনজন করে প্রেমিকা।

ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪-এর খবরে জানানো হয়, চীনের গুয়াংঝায়ের ডংগুয়ান শহরে পুরুষদের থাকে দুজন থেকে তিনজন প্রেমিকা।

কারণ এই শহরের প্রায় সব পুরুষই বহুগামী। শুধু একজন প্রেমিকার সাথে থাকার নিয়ম নেই। আশ্চর্যের বিষয়, নারীরাও এতে আপত্তি করেন না।

পরিসংখ্যান বলছে, এই নিয়মের জন্য দায়ী ওই অঞ্চলের নারী ও পুরুষের অনুপাত। এই শহরে প্রতি ১০০ জন নারী পিছু পুরুষের সংখ্যা ৮৫।

এই ধরনের অনুপাতের অনেক কারণ রয়েছে। এই শহরে বেশ কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে পুরুষের পরিবর্তে নারী শ্রমিক নিয়োগে বেশি উৎসাহী। তাদের দাবি, কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা বেশি অনুপ্রাণিত, দক্ষ ও নির্ভরযোগ্য। এই ধারণার কারণে বিভিন্ন শহর থেকে বিভিন্ন সংস্থা সেখানে নারী শ্রমিক খুঁজতে আসে।

আর সেই কারণেই এই শহরে নারীর সংখ্যা পুরুষের তুলনায় অসম হারে বেড়েছে।

শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে