ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সিকদার ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু বৃহস্পতিবার

২০২৩ ডিসেম্বর ২০ ১১:০২:২২
সিকদার ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও আবেদন শুরু হবে আগামীকাল ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার। চলবে ২৮ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এজন্য নূন্যতম বিনিয়োগের (সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ স্থিতি ৫০ হাজার টাকা) জন্য কাট-অফ ডেট বা রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১৩ ডিসেম্বর। এর আগে বিএসইসির ৮৮২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, সিকদার ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে। আর ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ২৮ টাকা ৭৩ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

প্রসঙ্গত, শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

শেয়ারনিউজ, ২০ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে