ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

গ্রামীণফোনে নতুন সিএফও ও সিআরও নিয়োগ

২০২৩ ডিসেম্বর ১৯ ০৮:৩২:৩৪
গ্রামীণফোনে নতুন সিএফও ও সিআরও নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনে নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে অটো মাগনে রিসব্যাক এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে মো. আরিফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে।

গ্রামীণফোর সম্প্রতি এই দুই বিভাগের প্রধানদের নিয়োগ দিয়েছে। সিএফও আগামী ১৫ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন। তবে সিআরও গত ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন।

এই বিষয়ে গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান বলেন, ‘অটো ও আরিফকে আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

অটো বৈশ্বিক অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ, তিনি এর আগে টেলিনরের অন্যান্য বিজনেস ইউনিটে সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিপি ম্যানেজমেন্ট টিমের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন।

প্রতিষ্ঠানে নেতৃত্বদানের ক্ষেত্রে ৩৫ বছরের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে অটো মাগনে রিসব্যাকের। আর্থিক ক্ষেত্রে সুদক্ষ নেতা হিসেবে টেলিযোগাযোগ খাতে ১৬ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি, তিনি মালয়েশিয়ার ডিজি টেলিকমিউনিকেশনস এবং টেলিনর ডেনমার্কে সিএফও পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নরওয়ের টেলিনর গ্রুপে হেড অব গ্রুপ এমঅ্যান্ডএ হিসেবে দায়িত্বরত ছিলেন।

টেলিনরে যোগদানের পূর্বে অটো নর্স্ক হাইড্রো, রিটার অটোমোটিভ এবং শ্লামবার্জার লিমিটেডের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে আর্থিক বিভাগে নেতৃত্বশীল অবস্থানে ছিলেন। ১০টি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যা তাকে বিভিন্ন বৈশ্বিক বাজার সম্পর্কে সমৃদ্ধ করেছে ও বিভিন্ন আলাদা সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেয়ার দক্ষতাকে সমৃদ্ধ করেছে।

নরওয়ের নাগরিক অটো সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি দো ফ্রিবুর্গ থেকে ব্যবসায় প্রসাশন ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষা সম্পন্ন করেন।

নেতৃত্বদানের ক্ষেত্রে মো. আরিফ উদ্দীনের ১৬ বছরেরও বেশি বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। ২০০২ সালে গ্রামীণফোনে যোগদানের পর, তিনি গ্রামীণফোনের আর্থিক বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজে করেছেন এবং দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে তার কাজের অভিজ্ঞতার মধ্যে রয়েছে নরওয়ের অসলোতে টেলিনর প্রধান কার্যালয়ে কাজ করা। তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টস এবং অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্টেন্টসের একজন সনদপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্টেন্ট ও ফেলো মেম্বার।

টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোন ৮.২০ কোটি গ্রাহক নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল প্রতিষ্ঠান।

শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে