ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

এসএমই মার্কেটে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

২০২৩ ডিসেম্বর ১৮ ১৭:৪৭:৫৩
এসএমই মার্কেটে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক : গতকালের মত আজ ১৮ ডিসেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৮ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৪.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৮.৯৬ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪টি এবং কমেছে ১২টির।

এদিন এসএমইতে ৩৬ লাখ ১৯ হাজার ৪৩৮টি শেয়ার ১ হাজার ৬০০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৬ লাখ ৩ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৮৮ লাখ ৩৪ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩০৩ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হিমাদ্রী। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০১ টাকা ২০ পয়সা বা ৮.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৩৬ টাকা ২০ পয়সা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি আল মদিনা ফার্মার ২ টাকা ৬০ পয়সা ৬.৪৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল বেঙ্গল বিস্কিট। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ৪.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৩০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্টার অ্যাডহেসিভের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৬ লাখ ১১ হাজার ৮৮৭টি শেয়ার ১১৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৫৮ লাখ ৫৩ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১৮ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে