ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

এসএমই মার্কেটে ব্যাপক দরপতন

২০২৩ ডিসেম্বর ১২ ১৯:০০:০৯
এসএমই মার্কেটে ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক : আজ ১২ ডিসেম্বর ব্যাপক দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১২টার পর একটানা দরপতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১২ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ২৪.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৪.৩৫ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২টি এব কমেছে ১৪টির। এদিন এসএমইতে ৪৩ লাখ ৯৫ হাজার ৩৯১টি শেয়ার ২ হাজার ৫৩০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১ কোটি ৭৭ লাখ ২২ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১২ কোটি ২৪ লাখ ৬২ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার টাকা।

গতকালের মত আজও এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে ছিল হিমাদ্রী। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪৯০ টাকা ৯০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৯ টাকা। দর বৃদ্ধি হওয়া অপর কোম্পানি আছিয়া সি ফুডসের ০.৭৭ শতাংশ দর বেড়েছে।

দর কমার শীর্ষে ছিল নিয়ালকো। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৩.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪ টাকা ২০ পয়সা।

শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে