ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

এসএমই মার্কেটে পতনের ধারা অব্যহত

২০২৩ ডিসেম্বর ১১ ২১:২২:০৫
এসএমই মার্কেটে পতনের ধারা অব্যহত

নিজস্ব প্রতিবেদক : গতকালের মত আজও পতনের ধারা অব্যহত রয়েছে দেশের শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১১ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৯.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৯.০৮ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩টি, কমেছে ১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। এদিন এসএমইতে ৪৩ লাখ ৮২ হাজার ৭৫৩টি শেয়ার ২ হাজার ৫৩৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২ কোটি ২৪ লাখ ৬২ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৬ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ৮৭ লাখ ৩১ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ২৬৩ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে ছিল হিমাদ্রী। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪৯০ টাকা ৯০ পয়সা বা ৭.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫০ টাকা।

অন্য ৩টি কোম্পানির মধ্যে- কৃষিবিদ ফিডের ২.৯৯ শতাংশ, বিডি পেইন্টসের ১.৯৮ শতাংশ, বেঙ্গল বিস্কিটের ১.৭০ শতাংশ এবং এমকে ফুটওয়্যারের ০.৭০ শতাংশ দর বেড়েছে।

দর কমার শীর্ষে ছিল ওয়ান্ডারল্যান্ড টয়েজ। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৫.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬১ পয়সা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্টার অ্যাডহেসিভের ২.৭০ শতাংশ, অরিজার ১.২৩ শতাংশ, এপেক্স ওয়েভিংয়ের ১.২৩ শতাংশ, নিয়ালকোর ১.২১ শতাংশ, মোস্তফা মেটালের ০.৬০ শতাংশ, কৃষিবিদ সিডের ০.৪৮ শতাংশ এবং মামুন এগ্রোর ০.৩৯ শতাংশ দর কমেছে।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১১ লাখ ৮৩ হাজার ৮৮৯টি শেয়ার ৪২৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ ২১ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মামুন এগ্রোর। আজ কোম্পানিটির ১ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকা। ১ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে নিয়ালকোর।

শেয়ারনিউজ, ১১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে