ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ভয়ানক প্রকল্পে হাত দিয়েছে ওপেনএআই? তার জেরেই কি বরখাস্ত হয়েছিলেন স্যাম

২০২৩ ডিসেম্বর ০৪ ১৯:১৮:৪৩
ভয়ানক প্রকল্পে হাত দিয়েছে ওপেনএআই? তার জেরেই কি বরখাস্ত হয়েছিলেন স্যাম

নিজস্ব প্রতিবেদক : ওপেনএআই-এর স্যাম অল্টম্যানকে নিয়ে ক্রমেই বিতর্ক বাড়ছে সংস্থার ভিতরে। বোর্ড অব ডাইরেক্টরের তরফে তাকে কিছুদিন আগেই বরখাস্ত করা হয়েছিল। কিন্তু কেন তাকে বরখাস্ত করা হয়? সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই তথ্য। খবর রয়টার্সের।

জানা গেছে, একটি বিশেষ প্রকল্পের উপর কাজ করছিলেন স্যাম। যা বাজারে এলে মানুষকে চরম বিপদে পড়তে হবে। এই নিয়েই কিছু দিন আগে প্রতিবাদ জানায় সংস্থার দুই কর্মী। বোর্ড অব ডাইরেক্টরকে তারা একটি চিঠি লেখেন।‌ তাতে এই প্রকল্পের কথা উল্লেখ করেন তারা।‌ তার ভিত্তিতেই বরখাস্ত করা হয়েছিল স্যামকে। কী ছিল সেই প্রকল্প?

চিঠি অনুযায়ী, সেই প্রকল্প আদতে একটি গাণিতিক টুল। এই গাণিতিক টুল কাজে লাগাতে পারবে ছোট বাচ্চারা। এই টুলের সাহায্যে স্কুল স্তরের অঙ্ক দ্রুত সমাধান করে ফেলা যাবে। অপরিচিত অঙ্কও সমাধান করে ফেলতে পারে ওই গাণিতিক টুল। এর ফলে শিক্ষাব্যবস্থাতে বড়সড় বিপর্যয় আসতে পারে বলে জানায় ওই কর্মীরা।

সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এসব ডামাডোলের মধ্যেই ফিরিয়ে আনা হয়েছে স্যামকে।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে