ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

‌ভারতের হারে উল্লাস, বাংলাদেশ নিয়ে যা বললেন কলকাতার অভিনেত্রী

২০২৩ নভেম্বর ২৬ ১৭:১৯:৩৬
‌ভারতের হারে উল্লাস, বাংলাদেশ নিয়ে যা বললেন কলকাতার অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ে বাংলাদেশের একশ্রেণির সমর্থকদের উল্লাস নিয়ে সোস্যাল মিডিয়াজুড়ে চলছে তুমুল আলোচনা। এবার সেই আলোচনাতে গা ভাসালেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।

দুই বাংলার দর্শকদের কাছে ছোটপর্দার ‌‘মিঠাইরাণী’ হিসেবে বেশ পরিচিত এই অভিনেত্রী। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সৌমিতৃষা।

সেখানেই ভারতের পরাজয়ে বাংলাদেশে উল্লাস কেন, এমন প্রশ্নের মুখে পড়েন তিনি। জবাবে অভিনেত্রী বললেন, এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা নয়। এটা শুভ একটা জায়গা। মনোমালিন্য যা কিছু হয়েছে… ভারত-বাংলাদেশ দুটো একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়। পার্টিশানটা (দেশভাগ) এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক।

তিনি বলেন, ছোট ছোট বাসন একসঙ্গে থাকলে খুটোখুটি লাগে, তারপর সবাই আমরা এক। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। এটা সুন্দর একটা মুহূর্ত।

বিষয়টি নিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও কথা বলেছেন। সোস্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে ফাইনালে উঠে দুবারই হেরে গেছে! মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনো ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারেনি! তাই তো ফাইনালে হার নিয়ে ঠাট্টা-মশকরাটা বেশ মানিয়ে যাচ্ছে! অনেকে কেন যে রেগে যাচ্ছে বুঝছি না।’

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে